Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ (২৮ আশ্বিন থেকে ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।”


প্রশিক্ষণ ও পরামর্শ

প্রশিক্ষণ ও পরামর্শঃ-

ক্রমিক নং পরামর্শ গ্রহণকারীর নাম ও ঠিকানা সমস্যার বিবরণ সমস্যার সমাধান ফিডব্যাক মন্তব্য
১। মোঃ মাহবুবার রহমান মুকুল পুকুর-৪৫ শতাংশ, মোনাইল, টুকুরিয়া, পীরগঞ্জ মাছ ভেসে ওঠে পানি প্রবাহ, স্রোত তৈরী, তীব্র সমস্যা হলে অক্সিজেন ট্যাবলেট শতকে ১০-১৫ টি মাছের গ্রোথ ভাল  
২। মোঃ মুশফিকুর রহমান পুকুর প্রস্তুতি ও দেশীয় মাছ চাষ পদ্ধতি

রোটেনন-২৫ গ্রাম/শতাংশ

চুন(CaCO3)-১ কেজি/শতাংশ

সার- ইউরিয়া-১৫০ গ্রাম/শতাংশ, টিএসপি-৭৫ গ্রাম, সরিষার খৈল-২৫০ গ্রাম/শতাংশ

পুকুরে সবুজ রংয়ের প্রাকৃতিক খাদ্য তৈরী হয়েছে, ফাইটোপ্লাংকটন  
৩। মোঃ উজ্জল মিয়া পুকুরে ১.৫ কেজি-২ কেজি ওজনের মাছ মারা যায় পানির প্রবেশ করিয়ে মজুদ ঘণত্ব কমিয়ে আনতে হবে। প্রোবায়োটিক ও ইউকা সিডিজেরা-২/৩ মি.লি./ফুট/শতাংশ মাছ বাঁচার হার বেড়ে গেছে